• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে এমসিকিউ পরীক্ষা ১ জুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৮, ১৬:৩৭

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে এমসিকিউ টেস্ট পরীক্ষা আগামী ১ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি এই দিন ধার্য করেছে।

আজ মঙ্গলবার ওই কমিটি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, আগামী ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হবে। ঢাকা সিটি করপোরেশনের ৪০টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এক ঘণ্টা পরীক্ষা চলবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা।

এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
X
Fresh