• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদরাসা শিক্ষা বোর্ডে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৮, ১০:১৫

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ৭টি পদে ২৫ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। পদগুলোতে নারী ও পুরুষ প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন।

প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে পদার্থ, ফলিত পদার্থ, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হলেও চলবে। সেই সাথে পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। সহকারী প্রোগ্রামার হিসেবে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হবে দুইজনকে। চাকরিপ্রত্যাশীকে পদার্থ, ফলিত পদার্থ, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন- যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হলেও চলবে। সেই সাথে পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। কম্পিউটার এপটিচুড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মধুমতি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ
--------------------------------------------------------