• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জ্বালানি তেল শোধনাগারে ৩৫ নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১২:১৬

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আট পদে ৩৫ জনকে নিয়োগ দেবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সিনিয়র হেড অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১) (পারচেজ/অডিট/লিয়াজোঁ অফিস/ট্রেনিং) পদে চারজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

জুনিয়র মেকানিক্যাল হেলপার (মেশিনিস্ট) পদে লোক নেয়া হবে দুইজনকে। প্রার্থীকে এসএসসি পাস করা হতে হবে এবং মেশিনিস্ট হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৭৮ জনের চাকরির সুযোগ
--------------------------------------------------------

জুনিয়র মেকানিক্যাল হেলপার (ক্রেন) হিসেবে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি ডিগ্রিধারী হতে হবে। সেইসঙ্গে ভারী ড্রাইভিং লাইসেন্সসহ ক্রেন চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

জুনিয়র মেকানিক্যাল হেলপার (পাইপ ফিটার) পদে নিয়োগ দেয়া হবে দুইজনকে। এসএসসি পাস এবং মেকানিক্যাল পাইপ ফিটার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

জুনিয়র মেকানিক্যাল হেলপার (জেনারেল মেকানিক্যাল ফিটার) পদে ছয়জনকে নেয়া হবে। প্রার্থীদের এসএসসি পাস হতে হবে সেইসঙ্গে জেনারেল মেকানিক্যাল ফিটার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র ফায়ার ফাইটার (ড্রাইভার) পদে একজনকে নিয়োগ দেয়া হবে। চাকরিপ্রত্যাশীদেরকে এসএসসি পাসসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ মাসের প্রশিক্ষণ প্রাপ্ত, ভারী ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা এবং ফায়ার ফাইটিং কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

কুক হিসেবে তিনজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি পাসসহ কুক হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

জুনিয়র সিকিউরিটি গার্ড পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি পাসসহ নিরাপত্তা প্রহরী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে erlb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০১৮।

বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন :

কেএইচ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
ঘানি টেনে তেল বের করা সেই দুদু মিয়া পেলেন গরু সহায়তা
X
Fresh