• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৭৮ জনের চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১০:৩৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি পদে ৭৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতাধীন ‘ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি)’ শীর্ষক প্রকল্পে তাদের নিয়োগ দেয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদে ৬৪ জনকে নেয়া হবে। শুধুমাত্র নারীরা এ পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিংয়ে উত্তীর্ণ এবং বিএনএমসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সরকারি বেতনকাঠামো গ্রেড-১০ অনুসারে বেতন দেয়া হবে।

ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান পদে নেয়া হবে ১৩ জনকে। চাকরিপ্রত্যাশীদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এক বছর মেয়াদী ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ট্রেড কোর্স করা থাকতে হবে। সরকারি বেতনকাঠামো গ্রেড-১১ অনুসারে বেতন দেয়া হবে।

স্টোর কিপার পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।বেতন দেয়া হবে সরকারি বেতনকাঠামো গ্রেড-১৪ অনুসারে।

প্রার্থীরা অনলাইনে dgfp.gov.bd ওয়েবসাইটের অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ৫ মে ২০১৮ এর মধ্যে।

বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh