• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমান বাহিনীতে ৪৪ পদে জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ১৩:৩৪

বাংলাদেশ বিমান বাহিনীতে ৪৪টি বেসামরিক পদে জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেসব পদে লোক নেয়া হচ্ছে

নকশাকার, উচ্চমান করণিক, অফিস করণিক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, স্টোরম্যান, গবেষণাগার সহকারী, ফায়ার ফাইটার, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, মিস্ত্রি ক্লাস-১ (এয়ারফ্রেম ফিটার), মিস্ত্রি ক্লাস-২(এয়ারফ্রেম মেকানিক), ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(আর্মামেন্ট ফিটার), ট্রেডসম্যান (আর্মামেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(ইঞ্জিন ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার), মিস্ত্রি ক্লাস-২(ইলেকট্রিক মেকানিক), ট্রেডসম্যান(ইলেকট্রিক মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(এমটি ফিটার), মিস্ত্রি ক্লাস-২(এমটি মেকানিক), ট্রেডসম্যান (এমটি মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(ওয়ারল্যাস ফিটার), ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(ইনস্ট্রুমেন্ট ফিটার), ট্রেডসম্যান(ইনস্ট্রুমেন্ট মেকানিক), ট্রেডসম্যান (রাডার মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(গ্রাউন্ড সিগন্যালার ফিটার), ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার মেকানিক), মিস্ত্রি ক্লাস-১(মেটাল ওয়ার্কার), ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার), ট্রেডসম্যান (কার্পেন্টার), মিস্ত্রি ক্লাস-১(পেইন্টার), ট্রেডসম্যান (পেইন্টার), মিস্ত্রি ক্লাস-১(ওয়েল্ডার), ট্রেডসম্যান (ওয়েল্ডার), ট্রেডসম্যান (ব্ল্যাকস্মিথ), আয়া, অফিস সহায়ক, লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, মালী, সহকারী বাবুর্চি, ওয়াচম্যান, মেকানক্যিাল ট্রান্সপোর্ট গ্রীজার, লস্কর এয়ারক্রাফট, লস্কর ফায়ারফাইটার, লস্কর এন্টি ম্যালেরিয়া, লস্কর ওয়ার্ডবয়, লস্কর বার্ডশ্যুটার, লস্কর এসএম, বাবুর্চি, মেসওয়েটার, ওয়াশার আপ।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে চান?
--------------------------------------------------------

সবগুলো পদেই নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়স ১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে হতে হবে ১৮-৩০ বছর। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল ২০১৮

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য নিচের লিংকদুটিতে ক্লিক করুন।

বিজ্ঞপ্তির প্রথম অংশ, বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশ

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবনূরের বিকল্প নেই: ডিপজল
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh