• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাস্টমসে ৫৮ জনের চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ মার্চ ২০১৮, ১৪:২৩

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর অধীনে ১৩ পদে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ২৪ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কম্পিউটার অপারেটর পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রি পাস করা হতে হবে। তবে, দুই বছরের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে বিভাগীয় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। অবশ্যই অপারেটর টেস্টে উত্তীর্ণ হতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনীতে ৬৩ জনের নিয়োগ
--------------------------------------------------------

সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদে নেয়া হবে দু’জনকে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। টাইপিংয়ে দক্ষ হতে হবে।

একজন নেয়া হবে ড্রাফটসম্যান পদে। প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা পাস হতে হবে।

সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে তিনজনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার ও টাইপিংয়ে দক্ষ হতে হবে।

উচ্চমান সহকারী পদে নেয়া হবে আট জনকে। প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান পরীক্ষায় পাস করতে হবে।

ক্যাশিয়ার পদে দুইজনের নিয়োগ হবে। প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে একজনের। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জনের নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

গাড়িচালক পদে ১৯ জনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই চলবে। সেই সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

সিপাই পদে নেয়া হবে ১২ জনকে। চাকরিপ্রত্যাশীদেরকে এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হতে হবে। পুরুষের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলার ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।

ডিএমও পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। দুই বছরের ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

নৈশপ্রহরী পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

ঝাড়ুদার/ক্লিনার পদে নেয়া হবে একজন। প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। অথবা পেশাগতভাবে সুইপার হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর অনুকূলে ১/১১৩৩/০০০৫/২০৩১ কোড নম্বরে ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং ১২-১৩ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ট্রেজারি চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বাড়ি নং-১১১৮, ভোলা ট্যাংক রোড, যশোর- ৭৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh