• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ২২ নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় পাঁচটি পদে ১৬ জন ও অন্যান্য কোটাধারীদের জন্য তিনটি পদে ৬ জনসহ মোট ২২ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ছয়জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে চারজনকে। দুইজন মুক্তিযোদ্ধা কোটাধারী এবং দুইজন অন্য কোটাধারীদের এ পদে নেয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন: যমুনা অয়েল কোম্পানিতে ৪৫ জনের চাকরির সুযোগ
--------------------------------------------------------