• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বনশিল্প উন্নয়ন করপোরেশনে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১১

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে তিনটি পদে ৮৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়, করপোরেশনের সদর দপ্তরসহ মাঠপর্যায়ের বিভিন্ন জোন দপ্তর, শিল্প ইউনিট ও রাবার বাগানগুলোতে কাজের সুযোগ পাওয়া যাবে।

সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে ৩৭ জনকে নিয়োগ দেয়া হবে। চাকরিপ্রত্যাশীদেরকে বিএসসি অথবা ব্যাচেলর ইন এগ্রিকালচারে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে পাস করা থাকতে হবে।

নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক পদে জনবল নেয়া হবে ৩৮ জন। প্রার্থীদের যেকোনো বিভাগে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

নিম্ন বিভাগীয় সহকারী(হিসাব) কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক পদে জনবল নেয়া হবে ৯ জন। প্রার্থীদের বাণিজ্য বিভাগে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন ফরম সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, বনশিল্প ভবন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা- ১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর শেষ সময় ২২ মার্চ ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh