• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১১:১৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আটটি শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে ৩০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সহকারী পরিচালক (আইন) পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এলএলএম এবং আইন পেশার সনদধারী হতে হবে। এছাড়াও প্রমিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

উপ-সহকারী পরিচালক (অর্থ ও রাজস্ব) পদে তিনজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

উপ-সহকারী পরিচালক (কারিগরি) পদে ১৩ জনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে টেলিকমিউনিকেশন /ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/কম্পিউটার প্রযুক্তি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।