• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নারীরা চাকরি খুঁজবেন যে ঠিকানায়

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:৫৩

এবার আসছে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট। নাম ‘দ্য টু আওয়ার জব ডটকম’। খবর বাসসের।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইটটি উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়েবসাইটটির তৈরির ধারণা প্রথম মাথায় আসে বাংলাদেশের সানজিদা খন্দকারের। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে পড়াশোনা শেষ করেছেন তিনি।

এ উদ্যোগটি কীভাবে তার মাথায় এলো এ সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেন, আমি আমার পরিচিত অনেক নারীকে দেখেছি, লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেও বিয়ের পর তা আর বাস্তবায়ন করতে পারেননি। এতে তাঁরা হতাশ হয়ে পড়েন এবং নিজের কাছের মানুষদের এ অবস্থায় দেখে আমি তাঁদের জন্য বিকল্প কিছু ভাবতে শুরু করি। আর সেখান থেকেই এই ওয়েবসাইট চালুর ভাবনা।
--------------------------------------------------------
আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে জনবল নিয়োগ
--------------------------------------------------------

তিনি আরও বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।

এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, লাইফস্টাইল, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের চাকরির খোঁজ পাওয়া যাবে।

চাকরি খোঁজার ওয়েবসাইট বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খুবই জনপ্রিয়। কিন্তু আলাদা করে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট এতদিন ছিল না।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক স্বামী 
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
X
Fresh