• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমাজসেবা অধিদপ্তরে জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ০৯:৫৭

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায় সংস্থাটি তাদের আওতাধীন বিভিন্ন কার্যালয় এবং প্রতিষ্ঠানের জন্য তৃতীয় শ্রেণির বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৭২টি পদে জনবল নিয়োগ দিচ্ছে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫২ জনকে নেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে পারদর্শিতার সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ লেখায় সক্ষম হতে হবে। এছাড়াও কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

হিসাব সহকারী পদে ১৭ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে বাণিজ্য বিষয়ে ন্যূনতম এইচএসসি পাস করা থাকতে হবে। চতুর্থ শ্রেণির চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কোষাধ্যক্ষ যুক্ত গুদামরক্ষক পদে দু’জনেকে নেয়া হবে। প্রার্থীদের বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।