• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ স্থগিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ০৯:৩২

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ২০১৮ সালের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

গতকাল রোববার রাতে এক জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বলা হয়, নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। বাংলাদেশে পুলিশের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে গতকাল রাত সাড়ে ৭টায় এ সংক্রান্ত স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে।

আগামীকাল ১৬ জানুয়ারি থেকে জেলাওয়ারি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আর এরইমধ্যে থমকে গেলো নিয়োগ প্রক্রিয়া।

গেলো বছরের ২১ ডিসেম্বর মোট ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এটি স্বাক্ষরিত হয় গেলো ১৯ ডিসেম্বর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষা হবে প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইনসে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানো ও প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ পুলিশ বাহিনী এ খবর লেখা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার কোনো যথাযথ কারণ জানায়নি।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সাড়ে ৮ হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্যকে নিয়োগ দেয়ার কথা ছিলো।

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
X
Fresh