• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

নানা উদ্যোগের পরও সাড়া মিলছে না সর্বজনীন পেনশনে

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৩
নানা উদ্যোগের পরও সাড়া মিলছে না সর্বজনীন পেনশনে
ছবি : সংগৃহীত

আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অনিশ্চিয়তায় শ্লথ হয়ে পড়েছে সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনী জাতীয় পেনশন স্কিম। তবে নতুন অন্তর্বর্তী সরকারের ইতিবাচক বার্তা পাওয়ার পর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিগত সরকারের আলোচিত এ প্রকল্পে আবারও গ্রাহকের আস্থা ফিরে আসতে শুরু করছে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) এমনটি জানিয়েছেন পেনশন কর্তৃপক্ষের সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট) গোলাম মোস্তফা।

তিনি বলেন, ‘গত ৫ অগাস্টের পরে অনেকে হয়তো মনে করেছিল যে, এই স্কিম থাকবে কি থাকবে না, আমি আর টাকা দেব না। এজন্য কিছু ডিফল্টিং কেইস হয়েছিল। কিন্তু আমরা যখন আবার গিয়ে বললাম যে, নতুন সরকার এই কর্মসূচি চালাবে, তখন গ্রাহকদের আত্মবিশ্বাসের ঘাটতি কেটে যাওয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ। আমাদের দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রয়োজন সব সময় রয়েছে। সুতরাং এই কর্মসূচি কখনও অপ্রাসঙ্গিক হবে না। জাতীয় পেনশন কর্মসূচি আইনের আওতায় প্রতিষ্ঠিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটা একটি রাষ্ট্রীয় কর্মসূচি। সুতরাং এটা কোনোভাবেই স্থবিরও হবে না।’

তবে স্থগিত ‘প্রত্যয়’ স্কিম সম্পর্কে গোলাম মোস্তফা বলেন, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সংখ্যা ১৪ লাখ। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছে তিন থেকে চার লাখ। এই মানুষগুলোর বাইরেও বাংলাদেশে ১৮ কোটি জনগণ রয়েছে। ২০ থেকে ২৫ লাখ মানুষকে আমরা প্রত্যয় স্কিমে আনতে চেয়েছিলাম। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সরকারের কোষাগারে বড় ধরনের একটা বার্ডেন হচ্ছে। এই বার্ডেনটা শিফট করতে চেয়েছিলাম। ২০ থেকে ২৫ লাখ মানুষের জন্য এখন ব্যয় ৩৫ থেকে ৩৬ হাজার কোটি টাকা। জনমত যাচাই করতে গেলে দেখা যাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই বাড়তি সুবিধা টিকবে না। আমরা থাকি আর না থাকি কোনো না কোনো সময় এটা হতেই হবে, এটা মাস্ট।

অর্থসচিব বলছেন, সরকার আপাতত নতুন কোনো স্কিমের কথা ভাবছে না। চলমান স্কিমগুলো সফল হলে ভবিষ্যতে নতুন স্কিম নিয়ে ভাবা হবে।

উল্লেখ্য, সমাজের সব শ্রেণির মানুষকে আর্থিক নিরাপত্তার আওতায় নিয়ে আসতে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রস্তুতি শেষে গতবছরের ১৭ অগাস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। শুরুতে ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’ স্কিম চালু করা হয়েছিল। গত জুলাইয়ে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য ‘প্রত্যয়’ স্কিম চালু করতে গিয়ে ধাক্কা খায় কর্তৃপক্ষ। অংশীজনদের বিরোধিতার মুখে ওই প্যাকেজ চালু করা যায়নি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকদের সর্বজনীন পেনশন কার্যকর আগামী বছর থেকে
দু’পক্ষই অনড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
চতুর্থ দিনেও সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক স্থগিত