এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট কাটিং মাস্টার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কাটিং মাস্টার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি
অভিজ্ঞতা: ২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
আবেদনের নিয়ম: আগ্রহীরা US-Bangla Airlines-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট, ২০২৪ পর্যন্ত।
মন্তব্য করুন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্কয়ার গ্রুপ
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৪ পর্যন্ত।
আবেদন ফি ছাড়াই নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন অধিদপ্তরের ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ শীর্ষক প্রকল্প।
যা যা প্রয়োজন—
পদের নাম: নটিক্যাল সার্ভেয়ার/ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৭৬,৫০০ টাকা
পদের নাম: ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৬৬,০০০ টাকা
পদের নাম: সহকারী পরিচালক (অপারেশন)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫,৬০০ টাকা
পদের নাম: জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৬০০ টাকা
পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১৭,৭০৫ টাকা
পদের নাম: লাইট কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৭,০৪৫ টাকা
পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১৫,৫৫০ টাকা
যেভাবে আবেদন: প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির আবেদনপত্রের ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে এ পর্যায়ে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, আবেদনপত্রে উল্লেখিত সব সনদ (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, পরিষদ/ পৌরসভা চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার/ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ) ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদের কপি প্রদর্শন করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও অন্যান্য কোটা–সংক্রান্ত বাংলাদেশ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত সার্টিফিকেট দাখিল/ প্রদর্শন করতে হবে। খামের ওপর পদের নাম ও আবেদনকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলার নাম ও পোস্ট কোড নম্বর) স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
প্রবেশপত্র পাঠানোর জন্য আবেদনকারীর বর্তমান/ পত্র যোগাযোগের ঠিকানা–সংবলিত ৫×৯ ইঞ্চি সাইজের খাম ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, EGIMNS প্রকল্প, নৌপরিবহন অধিদপ্তর, এফ ১২/ সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৪ পর্যন্ত।
নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির সুযোগ, পদ ৩৯
বাংলাদেশ নৌবাহিনীর কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
যা যা প্রয়োজন—
১. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড–২)
পদসংখ্যা: ১ (অটো ইলেকট্রিক মেকানিক)
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯ হাজার ৩০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
২. পদের নাম: স্কিল্ড গ্রেড
পদসংখ্যা: ৭ (ডিজেল ফিটার–১, গ্যাস কাটার–১, ইলেকট্রনিক্স–৪ ও ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯ হাজার টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
৩. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড–১)
পদসংখ্যা: ৯ (ওয়েল্ডার–১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার–১, মেশিনিস্ট/টার্নার–১, ফ্রিজ মেকানিক–১, অটোমোবাইল–১, মেকানিক্যাল ফিটার–১, ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১, ডিজেল ফিটার–১ ও প্লেটার–১)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৮ হাজার ৮০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
৪. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-২)
পদসংখ্যা: ৯ (কার্পেন্টার–১, ওয়েল্ডার-১, পেইন্টার–১, ইলেকট্রিশিয়ান–৩, ডিজেল ফিটার–২ ও মেশিনিস্ট–১)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।
বেতন: ৮ হাজার ৫০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
৫. পদের নাম: অদক্ষ শ্রমিক
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।
বেতন: ৮ হাজার ২৫০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
বয়স: প্রার্থীদের বয়স ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রার্থিত পদের জন্য কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে–অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নম্বর ০০২৯-০৩১০০০২১১৫ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম)–এর অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
নির্বাচনী পরীক্ষার কেন্দ্র: নেভি হাসপাতাল গেট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।
নির্বাচনী পরীক্ষার তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৪, সকাল সাড়ে আটটা।
এইচএসসি পাসে পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারকের ভিত্তিতে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল কার্যালয়ে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র পৌঁছাতে হবে ডাকযোগে।
যা যা প্রয়োজন—
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়স: প্রার্থীর বয়সসীমা ১৫ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন: আবেদনকারীদের চাকরির নির্দিষ্ট আবেদন ফরম নিজ হাতে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফরমটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্দিষ্ট আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। খামের ওপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি: প্রার্থীকে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের অনুকূলে পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬-তে ২০০ টাকা অনলাইনে জমা দিয়ে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল।
আবেদনের শেষ সময়: আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
২০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস কনসালট্যান্ট’ পদে ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বিভাগের নাম: ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্টস (রিটেইল)
পদের নাম: সেলস কনসালট্যান্ট
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (সিএসই/ইইই)/সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১২,০০০-১৮,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Digi-Tech Industries Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।
নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং-এসইও ফোকাসড বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ডিজিটাল মার্কেটিং-এসইও ফোকাসড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এসইও এবং সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত।
পাওয়ার গ্রিডে বিশাল নিয়োগ, আবেদন করতে হবে দ্রুত
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরী সহায়ক (ওএন্ডএম) এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির কয়েকটি শর্ত সংশোধন করা হয়েছে।
জুনিয়র হিসাব সহকারী পদে পাঁচজন, জুনিয়র প্রশাসনিক সহকারী পদে ৪ জন, কারিগরী সহায়ক (ওএন্ডএম) পদে ১৫০ জন এবং অফিস সহায়ক পদে ৪ জন নিয়োগ পাবেন।
সংশোধিত শর্ত
সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে জারিকৃত স্মারক ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইতোমধ্যে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
সংশোধিত শর্ত অনুযায়ী চাকরি প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে।