• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

সেনাবাহিনীতে অফিসার পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১০:১৩
চাকরি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি ও জেএজি কোরে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১) ইঞ্জিনিয়ার্স কোর (পুরুষ): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৪.০০ এর মধ্যে অন্তত সিজিপিএ ৩.০০ হতে হবে।

২) সিগন্যালস্ কোর (পুরুষ): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

৩) ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

৪) আর্মি এডুকেশন কোর (এইসি)- (পুরুষ/মহিলা): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে কমপক্ষে ‘সি’ গ্রেড ও একটিতে ‘ডি’ গ্রেড থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের ওপর (ইংরেজি/গণিত/পদার্থ/ইতিহাস/বাংলা/অর্থনীতি/সম্পর্ক/মনোবিজ্ঞান) স্নাতকে (সম্মান) অন্তত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে। এ ছাড়াও স্ব-স্ব বিষয়সমূহের ওপর স্নাতকোত্তর ডিগ্রিতে ৪ পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

৫) রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফসি) কোর- (পুরুষ): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড ও একটিতে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। সেই সঙ্গে ‘এ’ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে ন্যূনতম ‘সি’ ও একটিতে কমপক্ষে ‘ডি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া B.Sc Vet, Sci. & AD/DVM/B.SC. AH (Hons)-এ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি প্রার্থীকে ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে।

৬) জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোর– (পুরুষ): বাংলা মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড ও একটিতে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। সেই সঙ্গে ‘এ’ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে ন্যূনতম ‘সি’ ও একটিতে কমপক্ষে ‘ডি’ গ্রেড থাকতে হবে।

এ ছাড়া এলএলবিতে (সম্মান) ৪ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। সেই সঙ্গে এলএলএম/এমএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

বৈবাহিক অবস্থা: পুরুষের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। এ ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের বেশি সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের আগে বা পরবর্তী সময়ে যেকোনো সময়ে ১ জানুয়ারি, ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর নারীদের ক্ষেত্রে বিবাহিত/অবিবাহিত উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

বয়স: ১ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম: ৫ জুলাই, ২০২৪ থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীরা https://join.army.mil.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরের দিকে ‘Apply Now’ লিখা অপশনে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে ‘Apply’ এ ক্লিক করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, TAP, বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২ হাজার টাকা অফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৪ পর্যন্ত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়ংয়ে চাকরির সুযোগ, থাকবে যেসব সুবিধা
২০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন
নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, স্নাতক পাসেও আবেদন
অনলাইনে আয়কর পরিশোধের খরচ কমলো