• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

কেন্দ্রে এসে জানা গেলো আজ পরীক্ষা হচ্ছে না

অনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর ২০১৭, ১৩:১২

অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদে পরীক্ষা ছিল আজ (শুক্রবার)। আজকের এ নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়। তবে এ ঘোষণা আগে দেয়া হয়নি বলে জানান পরীক্ষা দিতে আসা প্রার্থীরা।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকালে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে হাজির হয়ে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

‘কারিগরি ত্রুটির’ কারণে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষার তারিখ ও সময় শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষা স্থগিত করার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

৫০টি পদের বিপরীতে প্রায় ১৬ হাজার প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

ঢাকার দুই সিটি করপোরেশনের পাঁচটি কেন্দ্রে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের রায় স্থগিত
অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড
X
Fresh