আরটিভি অনলাইন রিপোর্ট
বিসিএস ক্যাডারদের পদোন্নতির পরীক্ষা ফেব্রুয়ারিতে

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারদের সিনিয়রে স্কেলে পদোন্নতির জন্য পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। আগামী বছরে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) আবেদন আহ্বান করেছে।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ লক্ষে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ নভেম্বর অফিস চলাকালীন সরাসরি পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।
এসআর