আরটিভি নিউজ
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০:৩৫
বিমান বাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ বিমান বাহিনী
বিভাগের নাম
অ্যাডমিন (পশু চিকিৎসক)
পদের নাম
অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞানে জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে কমপক্ষে এ গ্রেড। জিসিই ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫ বিষয়ে বি গ্রেড, জিসিই এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে বি গ্রেড।
বেতন
১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন-ভাতা
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ ৬৪ ইঞ্চি, নারী জিডিপি ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষ ৩২ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি, নারী ২৮ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি
ওজন
বয়স ও উচ্চতা অনুযায়ী
দৃষ্টিশক্তি
৬/৬, অন্যদের বিধি অনুসারে
চাকরির ধরন
স্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ
বয়স
২০-৩০ বছর
বৈবাহিক অবস্থা
অবিবাহিত/বিবাহিত
কমিশন
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৬ মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন।
আবেদনের নিয়ম
আগ্রহীরা www.joinairforce.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
১ হাজার টাকা
আবেদনের শেষ সময়
২৮ নভেম্বর ২০২১
বিমান বাহিনীর বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
এসএস
মন্তব্য করুন