• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাকরির পরীক্ষায় টালমাটাল অবস্থা

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২১, ২১:১৯
চাকরির পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন ঘটিয়েছে। একইসঙ্গে চাকরির নিয়োগ পরীক্ষায় করোনা প্রভাব পড়েছে। নিয়োগ পরীক্ষা সামাল দিতে একদিনে কয়েকটি পরীক্ষা নিচ্ছে সরকার। এতে অনেক চাকরিপ্রার্থী নিয়োগ পরীক্ষায় আবেদন করলেও পরীক্ষা দিতে পারছেন না। চাকরির নিয়োগ পরীক্ষায় এক ধরনের টালমাটাল অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, করোনাভাইরাস স্বাভাবিক হওয়ায় পর অনেক চাকরির জন্য হাহাকার করছেন। দেড় মাস ধরে সপ্তাহে এটাই হয়ে দাঁড়িয়েছে নিয়মিত চিত্র। প্রতি শুক্রবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কয়েকটি পরীক্ষা হচ্ছে। এতে করে টাকা খরচ করে আবেদন করেও সব পরীক্ষায় অংশ নিতে পারছেন না চাকরিপ্রার্থীরা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, সমন্বয় করে পরীক্ষা নেওয়ার কথা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, সব পরীক্ষা সমন্বয় করা সম্ভব নয়। এমন অবস্থায় চাকরিপ্রার্থীরা আবেদন করেও টাকা লোকসান করছেন।

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে বিভিন্ন পদের ২৬টি নিয়োগ পরীক্ষা। এর মধ্যে ১৭টি সকালে, ৯টি বিকেলে। এক দিনে এতগুলো পরীক্ষায় চাকরিপ্রার্থীরা তো বিপাকে পড়ছেনই, সাধারণ মানুষও তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে।

পরীক্ষাজট কাটাতে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন একটি সমন্বয় শাখা খোলার পরামর্শ দিয়েছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম জানালেন, সব পরীক্ষা সমন্বয় করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, শতাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা হচ্ছে। সব সমন্বয় করতে গেলে তো পাঁচ বছর লাগবে। আমাদের তো পরীক্ষা চালিয়ে নিতে হবে। বড় ধরনের পরীক্ষা, যেখানে ৫ হাজার ১০ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ পরীক্ষার্থী, সেগুলো সমন্বয় করা হবে। সব পরীক্ষা সমন্বয় সম্ভব না।

সকালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কর কমিশনারের কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরীক্ষা।

বিকেলে আছে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন একাডেমি, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পরীক্ষা।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh