• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফায়ার সার্ভিসে চাকরির পরীক্ষার্থীদের ছবি ভাইরাল

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৫:৫৬
ফায়ার সার্ভিসে চাকরির পরীক্ষার ছবি ভাইরাল
ছবি : সংগৃহীত

চলতি মাসের ৬ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাত্র ২৬৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন জেলার চাকরিপ্রত্যাশীরা আবেদন করেছেন। নিয়োগের জন্য শারীরিক যাচাই পরীক্ষা নেওয়া হচ্ছে প্রতিদিনই। পরীক্ষা দিতে আসা প্রায় লাখখানেক লোকের দাঁড়িয়ে থাকা একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিগুলো ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার পদে নিয়োগ পরীক্ষারই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান।

নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছবিটি ২২ অক্টোবরের। সেদিন ঢাকা ও সিলেট বিভাগের শারীরিক যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় লাখখানেক পরীক্ষার্থী অংশ নেন।

এদিকে ২৩ অক্টোবর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষাতেও জনসমুদ্র দেখা যায়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
রণবীরের ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল
X
Fresh