• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১২:০৯
১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি
ফাইল ছবি

শূন্য থাকা ১০টি পদে নিয়োগ দেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম- সিনিয়র কোচ, ক্রিকেট (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৪৫ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিসিবি/এসিসি/আইসিসি/সিএ থেকে সর্বনিম্ন লেভেল-২ কোচিং সার্টিফিকেটপাপ্ত এবং ক্রিকেট কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : সিনিয়র কোচ, ফুটবল (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৪৫ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা বিএফএফ/এএফসি থেকে সর্বনিম্ন বি কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত এবং ফুটবল কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : কোচ, ক্রিকেট (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৪০ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অথবা আন্তর্জাতিক সংস্থা থেকে কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত এবং কোচ হিসেব দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : কোচ, হকি (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৪০ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আন্তর্জাতিক সংস্থা থেকে কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত এবং কোচ হিসেবে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : কোচ, আর্চারি (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৪০ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা আন্তর্জাতিক সংস্থা থেকে কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত এবং কোচ হিসেবে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : স্পোর্টস ফিজিশিয়ান
পদসংখ্যা- ১
বয়স- ৪০ বছর
যোগ্যতা : এমবিবিএস ডিগ্রির সঙ্গে থাকতে হবে স্পোর্টস মেডিসিনে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : ফিজিও (নারী)
পদসংখ্যা- ১
বয়স- ৩৫ বছর
যোগ্যতা- ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রির সঙ্গে থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : প্রভাষক
পদসংখ্যা- গণিত-২, ইংরেজি-২, বিজ্ঞান-১
বয়স- ৩০ বছর
যোগ্যতা- দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম : কিউরেটর (নারী/পুরুষ)
পদসংখ্যা- ১
বয়স- ৩০ বছর
যোগ্যতা- স্নাতক ডিগ্রির সঙ্গে থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা।
বেতন- আলোচনা সাপেক্ষে

পদের নাম- মাঠকর্মী (নারী)
পদসংখ্যা- ৮
বয়স- ৩০ বছর
যোগ্যতা- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস।
বেতন- আলোচনা সাপেক্ষে

আবেদন করবেন যেভাবে :

২৫ অক্টোবর সকাল ১০টায় সদ্য তোলা তিন কপি ছবি, আবেদনপত্রসহ বিকেএসপির অফিসে উপস্থিত থাকতে হবে। ঠিকানা : মিনি কনফারেন্স, বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।

আবেদন ফি :
আবেদন ফি ২০০ টাকা। শুধু মাঠকর্মী পদে আবেদন ফি ১০০ টাকা।

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক পদে লোকবল নেবে বিকেএসপি
বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি
বিকেএসপি’র শাস্তি প্রত্যাহার করল বাফুফে
X
Fresh