Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৭:২৪
আপডেট : ০৯ জুন ২০২১, ১৭:২৬

পৌরসভাগুলোতে সিইও নিয়োগ দিচ্ছে

পৌরসভা

পৌরসভাগুলোর কাজের গতি বাড়ানো, জনদুর্ভোগ কমানো এবং আয় বাড়াতে প্রশাসন ক্যাডার থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিচ্ছে সরকার। কারণ পৌরসভায় আয়ের উৎস থাকলেও আয় বাড়ছে না। ফলে বছরে পর বছর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়ছে। তবে সিইও নিয়োগ হলে পৌরসভাগুলোর আয় বাড়বে বলে মনে করছে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভায় প্রধান নির্বাহীর অভাবে আয়ের উৎস থাকলেও আয় বাড়ছে না। এছাড়া প্রশাসনিক বিভিন্ন কাজে বিঘ্ন হচ্ছিল। পৌরসভার অধিকাংশ কাজ শৃঙ্খলায় আনতে সিইও নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে অন্যদিকে পৌরসভার মেয়ররা বলছেন, সরকারের বিভিন্ন সেক্টরের মতো পৌরসভাগুলোতে আমলাতন্ত্র শক্তিশালী করতেই সিইও নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে।

জানা গেছে, মেহেরপুর ও কক্সবাজার পৌরসভায় সরকারের সহকারি কমিশনার পদের দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ধাপে ধাপে দেশের ৩২৮ পৌরসভার মধ্যে ১৯৪টি ‘ক’ শ্রেণির পৌরসভায় প্রধান নির্বাহী পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এ বলা হয়েছে, সরকার নির্ধারিত শর্তে পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তার অধীনে থাকবেন।

এফএ

RTV Drama
RTVPLUS