• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া নিয়োগ হবে না’

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ১৬:১০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না। বললেন, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিজ উপজেলাতেই নিয়োগ দেওয়া হবে।

শনিবার ঢাকা কলেজে অনুষ্ঠিত বেসরকারি কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।

তিনি বলেন, শিক্ষকদের মান উন্নয়নে পিএসসি’র আদলে এনটিআরসির মাধ্যমে বেসরকারি কলেজে নিয়োগ পরীক্ষা চালু করা হলো।

নাহিদ জানান, ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেয়া হবে। আসছে অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকাসহ সব বিভাগীয় শহরে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় মোট ৫৫ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন।। লিখিত পরীক্ষা ও ভাইভার পর ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
X
Fresh