• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পও কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান?

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ মার্চ ২০১৮, ২১:৫৭

চীনে প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতায় থাকার নিয়মটি তুলে দেবার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। আর এদিকে ওই পরিকল্পনার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনিও একদিন এরকম একটা উদ্যোগ নেবার চেষ্টা করবেন। শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জন্য অর্থদাতাদের সাথে এক বৈঠকে এমনটা বলেন ট্রাম্প। খবর সিএনএন, বিবিসি।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, তাদের হাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমনকিছু মন্তব্যের রেকর্ডিং রয়েছে যাতে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেন, শি জিনপিং যে নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করতে পেরেছেন এটা একটা দারুণ ব্যাপার।

ট্রাম্প আরও বলেন, হয়তো আমরাও একদিন এরকম কিছু একটা করার চেষ্টা করবো।

সিএনএন ট্রাম্পের এই উক্তির রেকর্ডিংটি প্রচারও করেছে। ট্রাম্প একথা বলার পর তুমুল হাসির এবং করতালির শব্দ শোনা যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে একজন প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাবে সিসিমপুর
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
নাচানাচি করার সময় গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু
X
Fresh