• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কান্নার জন্য ‘ফি’ আদায় করলো হাসপাতাল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২১, ১৯:০৩
কান্নার জন্য ‘ফি’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিডজ নামে এক নারীর চিকিৎসার রশিদে কান্নার জন্য টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপ ডাক্তার ও অপারেশনের খরচ বাদেও কান্নার জন্য অতিরিক্ত টাকা আদায় করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই হতবাক।

যুক্তরাষ্ট্রে এক নারী হাসপাতালে অস্ত্রোপচার শেষে তার চিকিৎসা ফি কান্নার টাকা আদায় করার অভিযোগ তুলেছেন। হাসপাতালের ‘ফি’র একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে আঁচিল অপসারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য একটি রশিদ দেয়। সেই রশিদের একটি ছবি টুইটারে শেয়ার করেন মিডজ নামের ওই নারী। রশিদে দেখা যায় ডাক্তার ও অপারেশনের খরচ ছাড়াও কান্না’র জন্য অতিরিক্ত ১১ ডলার ফি পরিশোধ করতে বলা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা পোস্টের নিচে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন।

কান্নার ফি নেওয়ার রশিদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে প্রায় আড়াই লাখ মানুষ লাইক দিয়েছেন এবং শত শত মানুষ দুঃখজনক মন্তব্য করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে টুইটারে নেতিবাচক প্রক্রিয়া দেখা গেছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে বেড়াতে যাওয়া চার কিশোরকে আটকে টাকা আদায়ের অভিযোগ 
মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলন অভিনেত্রী
পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, ২ ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা
অবলোপনকৃত ঋণ আদায়ে বোনাস পাবেন কর্মকর্তারা
X
Fresh