• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিচ্ছেদের দিনই যেভাবে বিলিয়নিয়ার হলেন মেলিন্ডা গেটস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৩:১৫
বিচ্ছেদের দিনই যেভাবে বিলিয়নিয়ার হলেন মেলিন্ডা গেটস
বিচ্ছেদের দিনই যেভাবে বিলিয়নিয়ার হলেন মেলিন্ডা গেটস

গত সপ্তাহের শুরুতে দীর্ঘ ২৭ বছরের দম্পতি জীবনের বিচ্ছেদের ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। অবাক করার বিষয় হচ্ছে তাদের বিবাহ বিচ্ছেদের দিনেই বিলিয়নিয়ার হয়ে যান মেলিন্ডা গেটস। ওই দিন প্রায় ২৪০ কোটি ডলারের (২.৪ বিলিয়ন) শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দুটি সংস্থায় বিনিয়োগ করেন বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট।

ফোর্বসের তথ্য বলছে, বিবাহ বিচ্ছেদের দিন মেলিন্ডা গেটসের সংস্থায় বিল গেটসের সংস্থার বিনিয়োগের ফলে বিল গেটসের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৪০ কোটি ডলার থেকে কমে হয় ১২ হাজার ৮১০ ডলার। মজার তথ্য হচ্ছে তারপরও শীর্ষ ধনীর তালিকায় সেই চার নম্বরেই থাকছেন বিল গেটস।

মেলিন্ডা গেটস কানাডীয় ন্যাশনাল রেলওয়ে কোম্পানির ১ কোটি ৪১ লাখ শেয়ার, মেক্সিকোভিত্তিক কোকাকোলা ফেমসার ২ কোটি ৫৮ লাখ শেয়ার, অটোনেশনের ২৯ লাখ ৪০ হাজার শেয়ার এবং ম্যাক্সিকান ব্রডকাস্টার গ্রুপো টেলিভিসা এসএর ১৫ কোটি ৫৪ লাখ শেয়ার পান।

শীর্ষ ধনী ব্যক্তির বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর থেকে তাদের সম্পদের স্থানান্তরের পরিমাণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। তাদের যৌথ সম্পত্তি কিভাবে ভাগ হবে, বাড়ি কে পাবেন- ইত্যাদি বিষয় নিয়ে শুরু হয় আলোচনা।

২০০০ সালে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও স্ত্রী মেলিন্ডা গেটস। দীর্ঘ ১৪ বছর পর ২০১৪ সালে মাইক্রোসফটের চেয়ারম্যানের পদ থেকে দায়মুক্তি নেন বিল গেটস। এরপর গত বছর বোর্ড থেকেও সরে গিয়ে নিজেকে মনোনিবেশ করেন দাতব্যকাজে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ
সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী নিয়ে টিআইবির উদ্বেগ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : স্টোর কিপারের ৩ বছরের কারাদণ্ড
X
Fresh