• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ০৮:৪০
Miscreants attack US Congress building, killing 2, rtv
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে এক দুর্বৃত্ত হামলা করেছেন। এতে পুলিশ বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে দুর্বৃত্তের এই হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরপরই লকডাউন ঘোষণা করা হয় ক্যাপিটল ভবনে।

আরও পড়ুনঃ বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৫০ হাজার ছাড়ালো

সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, দ্রুতগতির একটি গাড়ি ক্যাপিটল ভবনের নিরাপত্তা ফটক ভাঙার চেষ্টা করে। এরপর গাড়ির চালক পুলিশদের দিকে ছুরি নিয়ে তেড়ে যায়। এসময় পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়।

শুক্রবারের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ওই কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভানস। তবে এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো আলামত আছে বলে মনে করছে না পুলিশ।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুর দিকে ৬ জানুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ব্যাপক হামলা ও বাঙচুর চালায় ক্যাপিটল ভবনে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
X
Fresh