• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০
দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার কাজে পুলিশ

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পাহাড় থেকে যাত্রীবাহী একটি বাস পড়ে গিয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছেন। এছাড়া ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন এ ঘটনায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী লিমার পার্শ্ববর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

জানা গেছে, রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ক্যারেতেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তাটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে।

পেরুর পুলিশ কমান্ডার সিজার সারভ্যানটিস জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে এ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ বছর বয়সী একজন ছেলে শিশু এবং ৩ বছর বয়সী একজন মেয়ে শিশু রয়েছে।

দুর্ঘটনার শিকার বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ, সম্ভাব্য জীবিতদের উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে বলে টুইটারে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানিয়েছেন, একটি পাথরের সঙ্গে ধাক্কা লাগার পর দ্রুতগতির বাসটি প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়। সূত্র : রয়টার্স ও এএফপি

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • দক্ষিণ আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh