• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিড়ালের আক্রমণে বিমান জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ২২:২৪
plane made, emergency, landing, cat attack
বিড়ালের আক্রমণে বিমান জরুরি অবতরণ

বিমান উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীসহ বিমানের যন্ত্রাংশ নিখুঁতভাবে তদারকি করা হয়। বিমানে ত্রুটি থাকলে তা সমাধান শেষে উড্ডয়ন করা হয়। যাত্রীদের চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অনুমোদন পায়। আফ্রিকার দেশ সুদানে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বুধবার কাতারের উদ্দেশে উড্ডয়ন করে টারকো এভিয়েশনের একটি বিমান।

বিমান আকাশে থাকা অবস্থায় বিড়াল হঠাৎ পাইলটকে আক্রমণ করে। বাধ্য হয়ে পাইলট দ্রুত বিমানটি জরুরি অবতরণ করান।পাইলট আক্রান্ত হলেও যাত্রীরা ছিলেন নিরাপদে। উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যে বিমানটি বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের সংকেত দেন পাইলট। যাত্রীসহ নিরাপদে অবতরণ করে বিমান। সূত্র: এনডিটিভি

বিড়ালটি বিমানের পাইলটকে আক্রমণ করলে বিমানের ভেতরে থাকা ক্রুরা বিড়ালটিকে ধরার চেষ্টার করলেও ধরতে পারেনি। বাধ্য হয়ে আহত পাইলট বিমানটি জরুরি অবতরণ করেন বিমানবন্দরে।তবে বিড়াল কিভাবে বিমানে প্রবেশ করেছে তা জানা যায়নি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • দক্ষিণ আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
X
Fresh