• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:১১

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির(পিটিআই) চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার আদালত অবমাননার মামলার শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে ইলেকশন কমিশন অব পাকিস্তান(ইসিপি)।

একইসঙ্গে জামিনের সিকিউরিটি বন্ড হিসেবে ইমরান খানকে এক লাখ রুপি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করে ওইদিন তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রয়েছে ইমরানের উল্লেখ করে বৃহস্পতিবারের শুনানিতে ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান জানান, যখনই নির্বাচন কমিশন তাকে ডাকবে তখনই তিনি উপস্থিত হবেন।

তিনি আরো জানান, ইমরান খান বিদেশে ছিলেন। মাত্র এক ঘণ্টা আগে তিনি দেশে ফিরেছেন। তাই এদিন তিনি উপস্থিত হতে পারেননি।

এসময় বাদীপক্ষের আইনজীবী বলেন, ইসিপি’র নির্দেশ অমান্য করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি যদি শ্রদ্ধাই থাকতো, তাহলে এদিনের শুনানিতে তিনি(ইমরান) উপস্থিত থাকতেন।

গত মাসে পিটিআই চেয়ারম্যানকে একটি শোকজ নোটিশ দিয়েছিলেন আদালত। ওই নোটিশের জবাব দিতে ব্যর্থ হন তিনি।

ইমরানের বিরুদ্ধে মামলা করেন পিটিআই’র মতাবলম্বী ও প্রতিষ্ঠাতা সদস্য আকবার এস বাবার। এ মামলায় বৃহস্পতিবার আদালতের শুনানিতে উপস্থিত হবার কথা ছিল তার।
কে/সি

মন্তব্য করুন

daraz
  • পাকিস্তান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
প্রেমিকাকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠলেন ইমরান
X
Fresh