Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

খেলনা ভেবে হাতে গ্রে'নেড, বি'স্ফোরণে ৩ শিশু নি'হত

খেলনা ভেবে হাতে গ্রেনেড, বিস্ফোরণে ৩ শিশু নিহত

পাকিস্তানের কুয়েটা প্রদেশে মাটিতে পড়ে থাকা গ্রেনেডকে খেলনা ভেবে কয়েকজন শিশু খেলতে ছিলেন। কিন্তু হঠাৎ গ্রেনেড বিস্ফোরণে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিশু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুয়েটা প্রদেশে গ্রেনেড বিস্ফোরণে তিন শিশু নিহত ও দুই শিশু আহত হওয়ার তথ্য পেয়েছেন পাকিস্তান পুলিশ।

কুয়েটা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ কামার বলেন, একটি কবরস্থান থেকে গ্রেনেড কুড়িয়ে পেয়ে শিশুরা খেলা হিসেবে হাতে নিয়েছিল। পরে গ্রেনেড বিস্ফোরণে তিনজন শিশু নিহতের খবর পেয়েছি। যারা নিহত হয়েছেন তাদের বয়স ১০ থকে ১৪ বছর।

ফরাসী বার্তাসংস্থা এএফপিকে জাভেদ কামার বলেন, শিশুরা কবরস্থানে পাওয়া গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত দুই শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।

পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা আজহার ইকরাম বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশুরা মারা যায়।

সূত্র: এএফপি।

RTV Drama
RTVPLUS