• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খেলনা ভেবে হাতে গ্রে'নেড, বি'স্ফোরণে ৩ শিশু নি'হত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ২৩:৫২
খেলনা ভেবে হাতে গ্রেনেড, বিস্ফোরণে ৩ শিশু নিহত

পাকিস্তানের কুয়েটা প্রদেশে মাটিতে পড়ে থাকা গ্রেনেডকে খেলনা ভেবে কয়েকজন শিশু খেলতে ছিলেন। কিন্তু হঠাৎ গ্রেনেড বিস্ফোরণে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিশু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুয়েটা প্রদেশে গ্রেনেড বিস্ফোরণে তিন শিশু নিহত ও দুই শিশু আহত হওয়ার তথ্য পেয়েছেন পাকিস্তান পুলিশ।

কুয়েটা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ কামার বলেন, একটি কবরস্থান থেকে গ্রেনেড কুড়িয়ে পেয়ে শিশুরা খেলা হিসেবে হাতে নিয়েছিল। পরে গ্রেনেড বিস্ফোরণে তিনজন শিশু নিহতের খবর পেয়েছি। যারা নিহত হয়েছেন তাদের বয়স ১০ থকে ১৪ বছর।

ফরাসী বার্তাসংস্থা এএফপিকে জাভেদ কামার বলেন, শিশুরা কবরস্থানে পাওয়া গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত দুই শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা আজহার ইকরাম বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশুরা মারা যায়।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

daraz
  • পাকিস্তান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে টেকনাফ সীমান্তে 
আবারও টেকনাফ সীমান্তে থেমে থেমে বিস্ফোরণের শব্দ
বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন
X
Fresh