• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে বিজয়া দশমীর মিছিলের ওপর গাড়ি, কয়েকজন নিহত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ১৮:৪৮
বিজয়া দশমীর মিছিল

হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর মিছিলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে কয়েকজনকে পিষে পালাল গাড়িচালক। এ ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার (১৫ অক্টোবর) ভারতের জশপুরের পথলগাঁও এলাকায় দশমির মিছিল বেরিয়েছিল। ভিড়ে ঠাসা সেই মিছিল চলাকালে গাড়ি আচমকা এসে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় চারিদিকে ছিটকে পড়ে যান মিছিলে অংশ নেওয়া মানুষেরা। মাটিতে পড়ে থাকা কয়েকজনকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে এক জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের সূত্রে বলা হয়েছে, আগে থেকেই খবর পাওয়া গিয়েছিল ওই গাড়িতে গাঁজা রয়েছে। জনবহুল রাস্তায় সেই গাড়িটি এসে পড়ায় স্থানীয় লোকজন ওই গাড়ির দিকে ছুটে যান। গাড়িতে থাকা অপরাধীকে প্রায় ধরে ফেলেন স্থানীয়রা। সে সময়েই পালাতে গিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয় অপরাধী। সামনে ভিড় থাকায় ছুটে আসা গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কয়েকজন।

Disturbing accident caught on camera in Chhattisgarh, a speeding vehicle rams into a group of people, several people crushed in Jashpur, #Chhattisgarh.
1 dead many injured.@nicobartimes_in pic.twitter.com/Byw6b1cvA5

— rohit kumar (@djrohitNtimes) October 15, 2021

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
X
Fresh