• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিয়ের অনুষ্ঠানে মাছের মাথা না দেয়ায় সং'ঘর্ষ, হাসপাতালে ভর্তি ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১২:৪৩
ফাইল ছবি

বিয়ের অনুষ্ঠানে পছন্দ মতো মাছের অংশ না পাওয়ায় হয়ে গেল তুলকালাম। কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি, এরপর সংঘর্ষ। আর এই সংঘর্ষে ১১ জন জখমও হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় তদন্তের জন্য মাঠে পুলিশ নেমেছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের গোপালগঞ্জে।

এ ঘটনায় এখনো দুপক্ষের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। আর পুলিশ তাদের শান্ত করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। সেখান থেকে জানা যায় অনুষ্ঠানে মাছের মাথা না দেয়ায় এ ঘটনার সূত্রপাত।

জানা গেছে, গোপালগঞ্জের ভোরে থানাতে এক বাড়ি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে বরযাত্রীরা আসলে তাদের খাবারে মাছ পরিবেশন করা শুরু হয়। কিন্তু অতিথিরা মাছের মাথা চান। মাছের মাথা না থাকায় তা দেয়া হয়নি। এতেই অসন্তুষ্ট হয় অতিথি। আর তারপরই শুরু হয় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশীদের সহায়তায় দুই পক্ষের লোকজনদের পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ যায়।

এসডিপিও নরেশ কুমার জানিয়েছেন, দুই পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
X
Fresh