• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পরাজয়ের কারণ জানতে চাইলেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ১৭:৪২
পরাজয়ের কারণ জানতে চাইলেন অমিত শাহ
পরাজয়ের কারণ জানতে চাইলেন অমিত শাহ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এগিয়ে রয়েছেন। এদিকে এ নির্বাচনে বিজেপি’র বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ।

রোববার (২ মে) কলকাতা ২৪-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। নির্বাচনে বিপর্যয়ের কারণ অমিত শাহ’র জানতে চাওয়ার বিষয়টি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি বিধানসভা ভোটে পশ্চিবঙ্গে বিজেপি’র ভরাডুবি মেনে নিয়েছেন।

এছাড়াও তিনি টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়, হাবড়ায় রাহুল সিনহা’র পিছিয়ে থাকার কারণকে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন। জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর এ নিয়ে বিজেপি নেতৃত্ব পর্যালোচনা করবে। বাংলার মানুষ হয়তো মমতাকে চায়, এর কারণ বিশ্লেষণ করতে হবে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
ঈদ ঘিরে জমজমাট তৃণমূলের রাজনীতি, কেন্দ্রীয় নেতারা এলাকায়
সরকারের অত্যাচার-নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে : মির্জা ফখরুল
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
X
Fresh