• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে অগ্রাধিকার দিয়ে টিকা রপ্তানি বন্ধ: সেরাম সিইও

আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ২২:০৮
নিজের দেশকে অগ্রাধিকার দিয়ে টিকা রপ্তানি বন্ধ করলো: সেরাম সিইও

করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের টিকা কিনেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে গত মাসের শেষদিকে বিদেশে করোনার টিকা রপ্তানি স্থগিত করে ভারতীয় সরকার। এতে কিছুটা বিপাকে পরেছে বাংলাদেশ।

করোনা টিকা রপ্তানির বিষয়ে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আগামী তিন মাস বিদেশে টিকা রপ্তানি করা সম্ভব নয়।

সেরাম সিইও বলেন, আগামী জুন-জুলাইয়ে সামান্য পরিমাণে টিকা রপ্তানি শুরু করতে পারি। তবে এই মুহূর্তে আমরা দেশকেই অগ্রাধিকার দেব।

আগামী ১ মে থেকে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেয়া হবে। সেক্ষেত্রে প্রতি মাসে দেশটির আরও ২০ লাখ ডোজ বেশি প্রয়োজন পড়বে। তবে সেরামের জন্য সেই চাহিদা পূরণ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

সেরামের চ্যালেঞ্জ হচ্ছে টিকার কাঁচামাল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। চলতি সপ্তাহে আদর পুনেওয়ালা টুইটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করলে সাড়া মেলেনি।

সেরাম প্রধান বলেন, মার্কিন প্রশাসন মিডিয়ার মাধ্যমে সাড়া দিয়েছে। আমরা খবরে তাদের বলতে দেখেছি, তারা বিষয়টিতে অবগত এবং পরিস্থিতি বুঝতে পারছেন। তারা বিষয়টি দেখছেন। কিন্তু এখনও কাঁচামাল রপ্তানি চালু হয়নি।

তিনি বলেন, এর কারণে ভারতে কোভিশিল্ডের উৎপাদন বা দামে কোনও প্রভাব পড়বে না। তবে কোভোভ্যাক্সের ওপর প্রভাব পড়তে পারে। আগামী তিন মাসের মধ্যে এটি ভারতের বাজারে ছাড়ার কথা রয়েছে।

আদর পুনেওয়ালা বলেন, এটি আমাদের দামের ওপর প্রভাব ফেলবে না। কারণ আমরা যুক্তরাষ্ট্রের বিকল্প সরবরাহকারী খুঁজে নিতে পারব। এতে শুধু একটু বেশি সময় লাগবে এই যা। তাতে কোভোভ্যাক্স মজুতে বাধা পড়তে পারে, সৌভাগ্যবশত কোভিশিল্ডে নয়।

কোভোভ্যাক্স হচ্ছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভাভ্যাক্সের আবিষ্কৃত করোনা টিকা, যা সেরামের কারখানায় উৎপাদিত হওয়ার কথা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
X
Fresh