• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভালোবাসা দিবসে স্ত্রীকে কিডনি দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৪
ভালোবাসা দিবসে স্ত্রীকে কিডনি দিলেন স্বামী

ভালোবাসা মুখে মুখে বললেই হয় না। ভালোবাসা একে-অপরের মনে শুধু শুধু জন্মায় না। একই ছাদের নিচে শত বছর দুটি মানুষের চলাচল এতেও ভালোবাসা ও বিশ্বাস জন্মে না। ভালোবাসা দিবসে মেয়েদের মাথায় ফুলের মালা পরনে হদুল শাড়ী, ছেলেদের পরনে হলদে পাঞ্জাবিতে ভালোবাসা ফুটে ওঠে না। তাই তো ভালোবাসা দিবসে স্ত্রীকে বাঁচাতে স্বামী নিজের কিডনি দান করলেন। খবর নিউজ এইটটিনের।

জানা গেছে, স্ত্রীকে বাঁচাতে ভালোবাসা দিবস সাক্ষী রেখে নিজের শরীর থেকে কিডনি দিলেন স্বামী। একই সঙ্গে নিজেদের ২৩তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ভারতের এই আলোচিত দম্পতি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের আহমেদাবাদে অটোইমিউনো কিডনি ডিজিজে ভুগছিলেন রিতাবেন নামের ওই গৃহবধূ। গত ৩ বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। পরে ওই নারীর স্বামী বিনোদ নিজের কিডনি উপহারের সিদ্ধান্ত নেন।

বিনো বলেন, গত ৩ বছর ধরে স্ত্রীকে কষ্ট পেতে দেখছি। স্ত্রীর বয়স ৪৪ বছর। আমি চাই ও দীর্ঘায়ু হোক। সে জন্য নিজের একটা কিডনি দান করার সিদ্ধান্ত নিলাম। এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই। সবাই যেন নিজের সঙ্গীকে সম্মান করেন এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
মাহির ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন পরীমণি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
X
Fresh