• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে ১১ মাস পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের করোনা হলে দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৮
students, responsibility,school, bond, effect
শিক্ষার্থীদের করোনা হলে দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকা

ভারতের পশ্চিমবঙ্গে করোনা মহামারির কারণে গত ১১ মাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস নিয়েছেন শিক্ষকরা। প্রথম দিনে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের করোনা হলে তার দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকা দেওয়া হয়েছে।

স্কুলে এসে কয়েকজন শিক্ষার্থী বলেন, করোনায় ঘরে বসে অনলাইন ক্লাস করতে করতে তারা ক্লান্ত। ক্লাসে এসে তাদের ভালো লাগছে। শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুল খোলা থাকবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল প্রায় ১০০ শতাংশ। প্রাথমিকভাবে উঁচু ক্লাসের শিক্ষাকার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেবে। তবে, বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, ক্লাসরুমগুলোর চেহারায় আমূল পরিবর্তন এসেছে। টানা বেঞ্চের বদলে সিঙ্গল ডেস্কর ব্যবস্থা হয়েছে। অনেক জায়গায় বসেছে স্যানিটাইজেশন ওয়াল। ছাত্রছাত্রীদের করোনা হলে তার দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকাও দিতে হচ্ছে অভিভাবকদেরকে। তাতেও তাদের আপত্তি নেই।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সিরিজ দিয়ে পর্দায় ফিরলেন নায়ক মান্না
২৮ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
X
Fresh