• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে যারা সিগারেট কিনতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩
নিউজিল্যান্ডে যারা সিগারেট কিনতে পারবেন না
সিগারেট নিষিদ্ধ

সিগারেট কিংবা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বেশকিছু উদ্যোগ নিতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। দেশটি ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আজীবন সিগারেট কিংবা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না বলে আইন পাস করতে যাচ্ছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল জানান, তরুণ প্রজন্ম ধূমপানের মতো খারাপ অভ্যাস যেন শুরু করতে না পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে নতুন আইন কার্যকর করা হবে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ধূমপানের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সীমিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

নিউজিল্যান্ড ২০২৫ সালের মধ্যে দেশে ধূমপানের হার ৫ শতাংশে কমিয়ে আনার জাতীয় লক্ষ্যমাত্রা নিয়েছে। পর্যায়ক্রমে ধূপপানের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।

বর্তমানে নিউজিল্যান্ডের ১৩ শতাংশ মানুষ ধূমপান করেন। ধূমপানের হার দেশটির মাওরি আদিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি।
এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • ইউরোপ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাগিংয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার
খাগড়াছড়িতে ২ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ১ 
সিগারেট খাওয়া মাকরুহ না হারাম?
শাহ আমানতে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
X
Fresh