• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনে নাগরিকত্ব হারাতে পারে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:১৯
ব্রিটেন বাংলাদেশিরা: ফাইল ছবি

ব্রিটেন সরকার দেশটির নাগরিকত্ব নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আইনের খসড়া তৈরি করেছে। খসড়া বিলের ৯টি ধারায় বলা আছে, সরকার জনস্বার্থে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ মনে করলে কোনো নোটিশ ছাড়াই নাগরিকত্ব বাতিল করতে পারবে। এতে বাংলাদেশিসহ ব্রিটেনে বসবাস করা প্রায় ৬০ লাখ নাগরিক তাদের নাগরিকত্ব নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, ব্রিটেনে নতুন আইনের খসড়া চূড়ান্ত হলে শ্বেতাঙ্গদের মধ্যে ৪১ শতাংশ নাগরিক নোটিশ ছাড়াই নাগরিকত্ব হারাতে পারেন।

জানা গেছে, ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ২০০৬ সালে ব্রিটিশ জনগণের স্বার্থে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা রয়েছে। ২০১৪ সালে রাষ্ট্রের হাতে নাগরিকত্ব বাতিলের এ ক্ষমতা বাড়ানো হয়। তখন নিয়ম করা হয়, বিদেশে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব নেই, এমন নাগরিকদেরও সরকার ব্রিটেনের স্বার্থে চাইলে রাষ্ট্রহীন করতে পারবে।

প্রসঙ্গ, ব্রিটেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ২০১১ সালে দেশটিতে বাংলাদেশে জন্ম নেওয়া ২ লাখ ১২ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক রয়েছেন। এ বিতর্কিত বিলটি যাতে না পাস হয় সে জন্য ব্রিটেনে বিভিন্ন সংগঠন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • ইউরোপ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার সরকার
টাকা দিলেই রোহিঙ্গারা পেত নাগরিকত্ব সনদ
X
Fresh