• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে কারণে তেল নিয়ে রুশ জাহাজ যাচ্ছে আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ২৩:০৬
রুশ জাহাজ যাচ্ছে আমেরিকায়

আমেরিকায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় রাশিয়ার একটি জাহাজ-বহর বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে আমেরিকায় রওনা দিয়েছে। তেলের ঘাটতি দেখা দেওয়ায় গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ দাম আমেরিকায়।

এনার্জি কার্গো ট্র্যাকিং এজেন্সি ভোরটেক্সার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়ার চারটি তেলবাহী ট্যাঙ্কার ২০ লাখ ব্যারেল ডিজেল নিয়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে। আগামী সপ্তাহে তেলবাহী জাহাজ নিউইয়র্ক, নিউ হ্যাভেন এবং কানেকটিকাটে পৌঁছাবে।

হিউস্টোনের ভোরটেক্সার ব্যবস্থাপনা পরিচালক ক্লে সেইগেল বলেন, ইউরোপের অন্য যেকোনো শোধনাগারের চেয়ে রাশিয়া সস্তায় তেল সরবরাহ করতে পারবে। কারণ রাশিয়া যতটা স্বল্প মূল্যের গ্যাস ব্যবহার করে তেল শোধন করে ইউরোপের কোনো দেশে সেই সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমেরিকার পূর্ব উপকূলের দিকে যে তেল আসছে, তা অনেকটা দুর্লভ ব্যাপার।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ইউরোপ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
ঘানি টেনে তেল বের করা সেই দুদু মিয়া পেলেন গরু সহায়তা
গভীর সমুদ্র থেকে প্রথমবারের মতো সরাসরি রিফাইনারিতে এলো তেল
X
Fresh