• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ১৮:৩৮
ফাইল ছবি

অবৈধভাবে বসবাসরত ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মান সরকার।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মান সরকারের চাপের মুখে আটককৃত ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাতে হচ্ছে। তবে জার্মানি থেকে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে।

আগামী ২৬ অক্টোবর প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷ ফেরত পাঠানোর দিনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে থাকবে কমপক্ষে জার্মানির ১৫০ জনের বিশেষ একটি বাহিনী।

ইতোমধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছেন বলে জানান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠাতে এই কঠিন সিদ্ধান্ত।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • ইউরোপ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
X
Fresh