• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পতাকা অবমাননার অভিযোগে সৌদি আরবে গ্রেপ্তার চার বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ২০:১৮
পতাকা অবমাননার অপরাধে সৌদি আরবে গ্রেপ্তার চার বাংলাদেশি

জাতীয় পতাকা অবমাননার অপরাধে সৌদি আরবে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি বন্দর শহর জেদ্দা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর: গালফ নিউজ

গণমাধ্যমটি প্রতিবেদনে জানায়, জাতীয় পতাকা অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় আবর্জনা থেকে এক ব্যক্তি সৌদি আরবের পতাকা সংগ্রহ করছেন।ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরাই আবর্জনার মধ্যে সৌদি পতাকা ফেলে দিয়েছিলেন।

ওই ভিডিওতে এক ব্যক্তিকে আবর্জনা থেকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করার পর পরিষ্কার করে ভাঁজ করতে দেখা যায়। সৌদি পতাকাতে আল্লাহর একাত্মবাদের ঘোষণা— ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সা. আল্লাহর রসুল’ খোদাই করা রয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের নাম, পরিচয় উল্লেখ করা হয়নি। এই ভিডিও দেখেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মক্কা পুলিশের এক মুখপাত্র জানান, কেউ সৌদি পতাকা লঙ্ঘন করলে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদির পাবলিক প্রসিকিউশন বিভাগ জাতীয় পতাকা কিংবা সৌদির কোনো প্রতীক অবমাননা নিয়ে সতর্ক করেছিল। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার রিয়াল জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh