• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে মসজিদে ফের বোমাহামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২১, ১৭:০৫
ফাইল ছবি

আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে ফের বোমাহামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বের) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিনগর জেলার একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ প্রায় ১২ জন মানুষ আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা জানান, দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।

এর আগে গত অক্টোবরে দেশটিতে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হন।

সূত্র : রয়টার্স, এপি ও আল জাজিরা

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ
X
Fresh