• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২১, ২১:০৩
নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

আফগানিস্তানে তালেবানের সশস্ত্র অস্ত্রের মুখে প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করায় সংবিধান অনুযায়ী প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেই নিয়মে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।

টুইট বার্তায় আমরুল্লাহ সালেহ লেখেন, আফগানিস্তানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। বর্তমানে আমি দেশে আছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। এজন্য সমর্থন এবং সহায়তা চেয়ে সকল নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

আফগানিস্তান দখলের পর তালেবান দেশটিতে সরকার গঠনের নানা সমীকরণে এগিয়ে যাচ্ছে। তখনই সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেই নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন।

এর আগে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল ঘেরাও করায় প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করেন। দেশত্যাগ করে ফেসবুকে প্রেসিডেন্ট আশরাফ গণি লেখেন, রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন।

এফএ
আরও পড়ুন...

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
অবশেষে নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি-জয়
জি এম কাদেরকে পা ছুঁয়ে সালাম করলেন রাঙ্গা
X
Fresh