• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ২০:৪৩
ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু
ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলে নেয়া ইসরাইলি সেনাবাহিনীর আজকের হামলায় ৫৫ জন নিষ্পাপ ফিলিস্তিনি শিশুর মারা গেছেন। গাজা অঞ্চলটিতে টানা সাত দিন ধরে বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তবে এবারই প্রথম একদিনের হামলায় এত সংখ্যক মানুষের মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১৬ মে) এ তথ্য জানিয়েছে।

রোববার (১৬ মে) গাজা অঞ্চলে বোমা হামলা চালিয়ে দুটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

একদিনের এ হামলাসহ গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় ৫৫ শিশু ও ৩৩ জন নারীসহ মোট ১৮৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাসসহ ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো। এসব হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh