Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

গাজায় হামাসের শীর্ষ নেতার বাড়ি ধ্বংসের দাবি ইসরাইলের

গাজায় হামাসের শীর্ষ নেতার বাড়ি ধ্বংসের দাবি ইসরাইলের
গাজায় হামাসের শীর্ষ নেতার বাড়ি ধ্বংসের দাবি ইসরাইলের

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ‘হামাস’ সংগঠনের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাইয়ের বাড়ি ধ্বংস করার জন্য দাবি করেছেন দখলদার ইসরাইল। ইয়াহিয়া সিনওয়ার হামাস সংগঠনের গাজা অঞ্চলের রাজনৈতিক শাখার প্রধান। তার ভাই মুহাম্মদও সংগঠনটির প্রভাবশালী একজন সদস্য। গাজা অঞ্চলের খান ইউনিসে বাড়ি তাদের।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সিনওয়ারের বাড়ি বোমা হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে তারা। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। এর আগে শনিবার (১৫ মে) হামাসের রাজনৈতিক শাখার আরেক সিনিয়র নেতা খলিল আল হায়ার বাড়িও বোমা হামলা করা হয়।

গাজা অঞ্চলে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ফিলিস্তিনের জনগণ ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং বিক্ষোভের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন।

এসআর/

RTV Drama
RTVPLUS