• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘কাসেম সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হামাস (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৯:০৬
‘কাসেম সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হামাস
‘কাসেম সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হামাস

উন্নত ক্ষেপণাস্ত্র ‘কাসেম’ তৈরি করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। রোববার (১৬ মে) সংগঠনটির পক্ষ থেকে উন্নতমানের এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রের নাম ‘কাসেম’ দেয়া হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শন হিসেবে।

আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা আমাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে ‘কাসেম’ ছিল। ইসরাইলের দূরবর্তী এলাকায় এটি আঘাত হেনেছে। এর মাধ্যমেই ইসরাইলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত করা হয়েছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানিদের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। তিনি মসজিদুল আকসা মুক্তির ক্ষেত্রে সর্বত্র সমর্থন ও সহযোগিতা করেছেন। ফলে তার মৃত্যুর পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসসহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সোলাইমানিকে বায়তুল মুকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেন।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh