• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুবাই এয়ারপোর্টের বহুতল পার্কিং থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মাহাবুব হাসান হৃদয়, ইউএই প্রতিনিধি

  ০২ নভেম্বর ২০১৯, ০৯:৪৬
মোহাম্মদ আরিফ রাজ আজাদ
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্টের বহুতল পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা ওই যুবক মোহাম্মদ আরিফ রাজ আজাদ গাড়িসহ নিচে পড়ে গেলে তিনি মারা যান।

জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার (৩১ অক্টোবরের) দুবাই বিমানবন্দরের তৃতীয় তলার পার্কিংয়ে গাড়ি পার্ক করতে যান ৩৫ বছর বযসী আরিফ। সেইসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আরিফ চট্টগ্রামের আনোয়ারা উলজেলার বটতলী গ্রামের ওয়াদ্দার পাড়ার মৃত মোহাম্মদ মিঞার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়। তিনি বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্র ছিলেন।

বিগত প্রায় ১২ বছর থেকে তিনি আমিরাতে অবস্থান করছিলেন। তার এই মৃত্যুর সংবাদ দেশটির শীর্ষ পত্রিকা খালিজ টাইমসে প্রকাশিত হয়।

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
X
Fresh