• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ১৬০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ২০:৫৩
ইয়েমেনে বিমান হামলা: ফাইল ছবি

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আরব নিউজ এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

মারিব প্রদেশে গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ১৬০ বিদ্রোহী গোষ্ঠী সদস্য নিহত হওয়ার বিবৃতি দিয়েছে সৌদি জোট।

বিবৃতিতে বলা হয়েছে, মারিবের আবদিয়া জেলায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ১৬০ সদস্য নিহত হয়েছেন। হুথিদের লক্ষ্য করে আবদিয়া জেলায় ৩২টি অভিযানে হুথিদের ১১টি সামরিক যান ধ্বংস হয়েছে।

শিয়াপন্থী হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করেছে। ইয়েমেনের মারিব প্রদেশ দখলমুক্ত করতে গত সপ্তাহে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০০ জন হুথি সদস্য নিহত হয়।

প্রসঙ্গত, হুথি বিদ্রোহীদের হামলার মুখে ২০১৫ সালে সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বর্তমানে ইয়েমেনে দুই শাসকগোষ্ঠী সক্রিয় একটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতায় দক্ষিণাঞ্চলে মনসুর হাদির নেতৃত্বাধীন সরকার, অন্যদিকে উত্তরাঞ্চলে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
X
Fresh